Basic Terms
online
We have one guest and no members online
About us
Bit and Byte Terms - Technology Basic
Kilobyte
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 682
১ কিলোবাইট = ২ টু দি পাওয়ার ১০ বাইট , যা প্রায় ১,০২৪ বাইটের সমান।
অনেকের মতে কিলো বললেই তা ১০০০ কেই নির্দেশ করে। কিন্তু কম্পিউটার প্রোগ্রামারকে ১ কিলোবাইটে কত বাইট জিজ্ঞাসা করলে প্রোগ্রামার উত্তর দিবে "এটি টেকনিক্যালি ১,০২৪ বাইটের সমান" । তবে মাঝেমধ্যে এর মান ১০ টু দি পাওয়ার ৩ বা ১,০০০ বাইট ধরা হয় যাতে কিবিবাইটের সাথে দ্বন্দ্ব না থাকে। এর পরবর্তী একক হল মেগাবাইট।
ছোটখাট ফাইল, ইমেজ, থাম্বনেইল বা ৯০০X৬০০ পিক্সেলের জে.পি.ই.জি ইমেজগুলো কিলোবাইট বা কে.বি তে পরিমাপ করা হয়ে থাকে। সাধারণত বেশিরভাগ টেক্সট ডকুমেন্ট ও কিলোবাইটে নির্ধারিত হয়ে থাকে।
কিলোবাইটের ইংরেজি সংক্ষিপ্ত রূপঃ KB