Basic Terms
online
We have one guest and no members online
About us
Bit and Byte Terms - Technology Basic
Petaflops
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 660
প্রসেসরের ফ্লোটিং পয়েন্ট অথবা এফ.পি.ইউ এককের পারফর্মেন্স পরিমাপের একক হল পেটাফ্লপ্স। ইংরেজি বানান "Petafolps" কে মাঝেমাঝে লিখা যায় "petaFLOPS" বা "PFLOPS"। "FLOPS" এর পূর্ণ রূপ হল "Floating Point Operations Per Second"। পেটাফ্লপ্সকে একবচন বা বহুবচন উভয়রূপে ব্যবহার করা যায়। ১ পেটাফ্লপ্স ১,০০০ টেরাফ্লপ্স বা ১,০০০,০০০,০০০,০০০,০০০ ফ্লপ্সের সমান।
সাধারণত একটি কম্পিউটারের পারফরমেন্স বিচারের ক্ষেত্রে পেটাফ্লপ্স এককটি ব্যবহৃত হয় না। অনেকগুলো কম্পিউটারের প্রসেসরের পারফরমেন্স একত্রে গননা করার জন্য পেটাফ্লপ্স এককটি ব্যবহার করা হয়। যদি ও একটি সুপার কম্পিউটার এক পেটাফ্লপ্সের চাইতে অনেক বেশি গতিশীল। "PetaFLOPS" শব্দটিতে খেয়াল করলে দেখা যায় এখানে "Peta" শব্দটি উচ্চতর একক বোঝায়। "FLOPS" শব্দটি দ্বারা বোঝায় পেটাফ্লপ্স শুধুমাত্র ফ্লোটিং পয়েন্টের পারফর্মেন্স বিচার করে। এর অর্থ প্রসেসরের সার্বিক পারফর্মেন্স বিচারের জন্য "পেটাফ্লপ্স" একটি আদর্শ একক হতে পারে না। কারণ একটি প্রসেসরের পারফর্মেন্স এর ক্লক স্পীড, সিস্টেম বাস স্পীড, ও র্যামের পরিমানের উপর ও নির্ভর করে।