Basic Terms
online
We have one guest and no members online
About us
Bit and Byte Terms - Technology Basic
Terabyte
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 700
১ টেরাবাইট = ২ টু দি পাওয়ার ৪০, যা প্রায় ১,০৯৯,৫১১,৬২৭,৭৭৬ বাইটের সমান।
তবে হিসাবের সুবিধার্তে ধরা হয় ১ টেরাবাইট = ১০ টু দি পাওয়ার ১২, যা প্রায় ১,০০০,০০০,০০০,০০০ বাইটের সমান। এক টেরাবাইট ১,০২৪ গিগাবাইটের সমান এবং এর পরের এককটি হল পেটাবাইট।
আমাদের দেশের প্রেক্ষাপটে আজকাল কিছু কিছু ব্যবহারকারী ১ টেরাবাইট পর্যন্ত হার্ড ড্রাইভ ব্যবহার করছে। তবে বর্তমান চাহিদা অনুসারে বেশিরভাগ ব্যবহারকারী ৫০০ জিবি বা অর্ধ টেরাবাইট হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকে। তবে ওয়েব সার্ভারগুলোতে সাধারণত কয়েক টেরাবাইট এমনকি পেটাবাইট পর্যন্ত হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়ে থাকে।
টেরাবাইটের ইংরেজি সংক্ষিপ্ত রূপঃ TB