Basic Terms
online
We have one guest and no members online
About us
File Format Terms - Technology Basic
Bitmap
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 684
বিটম্যাপ হল অনেকগুলো ডট বা বিটের সমন্বয়ে তৈরি করা একটি ম্যাপ যা দেখতে একটি ছবি বা পিকচারের মত লাগে। বেশিরভাগ ছবিই বিটম্যাপ ফরম্যাট বা অনেকগুলো ডটের সমন্বয়ে গড়ে উঠে। সাধারণ বিটম্যাপ ফাইল টাইপগুলো হল BMP(বি.এম.পি), JPEG(জে.পি.ই.জি), GIF(জি.আই.এফ), PICT(পি.আই.সি.টি), PCX(পি.সি.এক্স), এবং TIFF(টি.আই.এফ.এফ)। অনেকগুলো ডটের সমন্বয়ে গড়ে উঠার কারণে যখন বিটম্যাপ ইমেজকে জুম বা বড় করে দেখা হয় তখন এইসব ডটকে এক একটি ব্লক মনে হয়। ইলাস্ট্রেটর বা কোরেল ড্র সফটওয়্যার ব্যবহার করে ছবির ভেক্টর গ্রাফিক্স উন্নয়নের মাধ্যমে এই ব্লকি ভাব দূর করে দেওয়া যায়।