File Format Terms - Technology Basic
CDFS
- Details
-
Written by পাভেল ফাহমি
-
Hits: 731
এর পুর্নরূপ হচ্ছে “কমপেক্ট ডিস্ক ফাইল সিস্টেম”। CDFS হচ্ছে একটি ফাইল সিস্টেম,যা সিডিতে ডাটা ষ্টোর করতে সাহায্য করে। এটি ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন(iso) প্রকাশিত একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ যা iso ৯৬৬০ নামেও পরিচিত। CDFS সিডি এর সম্পুর্ণ ডাটা স্ট্রাকচার যেমন ডিস্ক স্টোরেজ এরিয়া,হেডার সাইজ ইত্যাদি সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে। CDFS আদর্শ অনুযায়ী বার্ন করা সিডি যেকোন অপারেটিং সিস্টেম রিড করতে পারে। যেমন আপনি যদি ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেমে CDFS
আদর্শ অনুযায়ী কোন সিডি বার্ন করেন তবে অন্য যে কোন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ,লিনাক্স বেইজড তা রিড করতে পারবে। CDFS ব্যবহার করে ডিস্ক ইমেজ( Disc images) সেভ করা যায় যা iso ৯৬৬০ ডিস্ক বার্ন করতে ব্যবহার করা হয়।
