Basic Terms
online
We have one guest and no members online
About us
File Format Terms - Technology Basic
Page Layout
- Details
- Written by সাজ্জাদ
- Hits: 721
পেজ লে-আউট একটি পেজে টেক্সট, ইমেজ এবং অন্যান্য অব্জেক্ট বা উপাদানসমূহের সাজানো গোছানো অবস্থানকে নির্দেশ করে। প্রথমে এই টার্মটি ডেক্সটপ পাবলিশিং এর ক্ষেত্রে ব্যবহৃত হত। কিন্তু এখন ওয়েবপেজের লে-আউট বর্ণনা করতে ও পেজ লে-আউট টার্মটি ব্যবহৃত হয়। একই পদ্ধতি ম্যাগাজিন, নিউজপেপার, বইপত্র, ওয়েবসাইট ও অন্যান্য পাবলিকেশনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়।
পেজ লে-আউট একটি পেজের মধ্যে থাকা সকল উপাদানকে নির্দেশ করে। অর্থাৎ পেজ মার্জিন, টেক্সট ব্লক, ইমেজ বা ছবি, অব্জেক্ট প্যাডিং, এবং টেমপ্লেট গ্রিড যেগুলো একটি পেজের মধ্যে থাকা সকল উপাদানের অবস্থানকে চিহ্নিত করে, সেই সকল উপাদানগুলো পেজ লে-আউটের অন্তর্ভূক্ত। একজন ওয়েব ডিজাইনার সাধারণত অ্যাডোব ইনডিজাইন বা কোয়ার্ক এক্সপ্রেস ব্যবহার করে পেজ লে-আউটের কাজ করে থাকেন। তবে ওয়েব ডেভেলাপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে ওয়েব প্রোগ্রামারেরা অ্যাডোব ড্রীমওয়েবার এবং মাইক্রোসফট এক্সপ্রেশন স্টুডিও সফটওয়্যার ব্যবহার করে পেজ লে-আউটের কাজ করে থাকেন।
যদি ও কাস্টমাইজ পেজ লে-আউট তৈরি করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান আছে, তারপর ও পেজ লে-আউট ফাইল টাইপের জন্য নির্দিষ্ট ফাইল ফরম্যাট বিভাগ বা ক্যাটাগরি আছে। এই সব ফাইল ফরম্যাট অনেকটা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টস এর মত, তবে ভিডিও কন্টেন্টের সাথে সাথে কিছু অ্যাডিশনাল বা বাড়তি পেজ ফরম্যাট তথ্য ও ধারণ করে।