Basic Terms
online
We have one guest and no members online
About us
File Format Terms - Technology Basic
TIFF
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 637
TIFF এর পূর্ণরূপ হচ্ছে “টেগড ইমেজ ফাইল ফরমেট”। টি.আই.এফ.এফ হচ্ছে বিটম্যাপ ইমেজ ফরমেট যা বিভিন্ন রেজ্যুলেশন সাপোর্ট করে।এছড়া টি.আই.এফ.এফ ফাইল ইমেজের বর্ণনামূলক তথ্য বহন করে। সাধারণত আকারে বড় এবং হাই কোয়ালিটি ইমেজ সংরক্ষন করতে টি.আই.এফ.এফ ফাইল ফরমেট ব্যবহার করা হয়। টি.আই.এফ.এফ বিভিন্ন গ্রাফিক অ্যাপ্লিকেশান যেমন ইমেজ ম্যানিপুলেশন, ডেক্সটপ পাব্লিকেশনস, থ্রিডি ইমেজ অ্যাপ্লিকেশান তৈরীতে ব্যবহৃত হয়। টি.আই.এফ.এফ ফাইল এর স্বীমাবদ্ধতা হচ্ছে এর আকার সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত হতে পারে। টি.আই.এফ.এফ এর এক্সটেনশন .TIFF, .TIF । ১৯৮৬ সালে অ্যালডাস কর্পোরেশন টি.আই.এফ.এফ ডেভেলপ করে।