Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Base Station
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 633
আগে বেজ স্টেশন বলতে বোঝান হত রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় থাকা টাওয়ার গুলোকে যার মাধ্যমে সেল ফোনগুলো নিজ নিজ এলাকার মাঝে তথ্য আদান প্রদান করত।
কম্পিউটারের পরিভাষায় বেজ স্টেশন বলতে বোঝায় একটি ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট যা ওয়াইফাই বা ওয়াইম্যাক্স কার্ড যুক্ত কম্পিউটারকে রাউটারের মাধ্যমে নেটওয়ার্ক এ যুক্ত করে। সাধারণত ওয়াইফাই সংযোগ ৮০২.১১বি এবং ৮০২.১১জি মেনে চলে। তবে বেজ স্টেশন যেই কোম্পানিরই বানানো হোকনা কেন তা স্ট্যান্ডার্ড মেনে চলা সকল ওয়াইফাই বা ওয়াইম্যাক্স ডিভাইস এর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে।