online

We have 7 guests and no members online

About us

Hardware Terms - Technology Basic

CCD

সিসিডি মানে হল "চার্জড কাপলড ডিভাইস' (Charged Coupled Device)। এটা হল ডিজিটাল ক্যামেরায় থাকা একধরণের সেন্সর যা ক্যামেরায় ধারণকৃত আলোকে ডিজিটাল তথ্য রুপান্তর করে। একে ফিল্মের ডিজিটাল রুপও বলা হয়ে থাকে কেননা আগে কার্বন ফিল্মে ছবি ধারণ করা হত, এখন সেটা সিসিডির মাধ্যমে করা হয়।

সিসিডির মানের উপর ছবির মাপ নির্ভর করে। ছবি মাপা হয় পিক্সেলের সাহায্যে। সাধারণভাবেই বোঝা যায় যে কোন সিসিডি ১০ মেগাপিক্সেল (১০০০০ পিক্সেল) মাপের ছবি তুলতে পারলে ৫ মেগাপিক্সেলের সিসিডি তার অর্ধেক মাপের ছবি তুলতে সক্ষম হবে। পিক্সেল যত বেশি হয়, ছবির গুনগত মান ও রঙ তত ভালো হয়।

ভিডিও ক্যামেরায় সিসিডি মাপা হয় তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। দামী ডিজিটাল ক্যামেরায় ১/৬ থেকে ১/৫ ইঞ্চি মাপের সিসিডি থাকে। প্রফেশনাল ক্যামেরায় মৌলিক তিন রঙ (লাল, নীল ও সবুজ) আলাদা আলাদাভাবে ধারণ করার জন্য তিনটি সিসিডি থাকে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To