Basic Terms
online
We have 7 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
CMOS
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 724
সিমোস মানে হল “কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর” (Complementary Metal Oxide Semiconductor)। এটা হল আইসি তে ব্যাবহৃত ট্রানজিস্টর তৈরীর বিশেষ উপাদান।
সিমোস এর বৈশিষ্ট্য হল এটা ইলেক্ট্রনিক্স সার্কিটের জন্য খুবই উপযোগী। কারণ এতে সিমেট্রিক পি-টাইপ ও এন-টাইপ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET) এর সাহায্যে লজিক ফাংশন বানানো হয় যা খুব কম নয়েজে ফলাফল দেখায় এবং খুব কম বিদ্যুৎ নিয়ে কাজ করে।
কম শক্তি নিয়ে বেশীক্ষন চার্জ ধরে রাখার সুবিধার কারণে স্ট্যাটিক র্যাম, প্রসেসরের ক্যাশ মেমরি ইত্যাদিতে সিমোস ট্রানজিস্টর ব্যবহার করা হয়।