Basic Terms
online
We have 6 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
CRT
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 713
সিআরটি মানে “ক্যাথোড রে টিউব” (Cathode Ray Tube)। এটা হল সনাতন মনিটরে ব্যাবহৃত একটা টিউব যার মাঝে ছবি দেখানো হয়।
ক্যাথোড টিউব হল একদিকে ফসফরাসের পর্দাযুক্ত বায়ুশুন্য টিউব। পর্দার উলটা দিকে একটা উৎস থেকে অনবরত ইলেক্ট্রন বের হয় এবং সেটা ফসফরাস পর্দার উপর পড়লে সেখানে আলো জ্বলে ওঠে। লাল, নীল আর সবুজ রঙের আলো মিশিয়ে ছবি তৈরী করা হয়। সিআরটি মনিটরের সমস্যা হল এর আশে পাশে চৈম্বক উৎস থাকলে তা ছবিতে প্রভাব ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেলে এলসিডি আর এলইডি মনিটর বের হয়েছে যাতে কোন টিউব ছাড়াই অনেক ভালো মানের ছবি দেখানো যায়।