Basic Terms
online
We have 6 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
DDR3
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 889
ডিডিআর-থ্রি মানে হল ""ডাবল ডাটা রেট-থ্রি'' (Double Data Rate-3)। এটা ডিডিআর-টু মেমরির উন্নত সংস্করণ যা আরো দ্রুত কাজ করতে সক্ষম। এটা আরো বিদ্যুৎ সাশ্রয়ী যা সেকেন্ডে সর্বোচ্চ ৫২ গিগাবাইটের বেশি তথ্য পরিবহণে সক্ষম।