Basic Terms
online
We have 5 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
DSLAM
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 636
ডিএসএল-এএম মানে "ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অ্যাক্সেস মাল্টিপ্লেক্সার" (Digital Subscriber Line Access Multiplexer)।
এটা ডিএসএল-কে ব্যবহার করে মাল্টিপ্লেক্সিং করার একটি পদ্ধতি। মাল্টিপ্লেক্সিং হল একাধিক সিগনালকে একত্রিত করে পাঠানোর বাবস্থা যেটা ডিমাল্টিপ্লেক্স করে সিগনালকে আলাদা আলাদা করে নেওয়া সম্ভব। ডিএসএল-এএম ব্যবহার করে ভিন্ন ভিন্ন ব্যান্ডউইথ সম্পন্ন গ্রাহক বা সার্ভারে ডিএসএল সংযোগ দেওয়া সম্ভব।