Basic Terms
online
We have 4 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
ECC
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 697
ইসিসি মানে "এরর কারেকশান কোড" (Error Correction Code)। এটা হল মেমরি ডিভাইস এর একটি পদ্ধতি যার মাধ্যমে মেমরি থেকে পাঠানো এবং মেমরি-তে আসা তথ্য সঠিকভাবে আসছে যাচ্ছে কিনা তা নিশ্চিত করে।
ইসিসি র্যাম অনেকটা প্যারিটি র্যামের মতই যেখানে প্রতিটা তথ্যের সাথে আলাদা একটি বিট থাকে যেটা ওই তথ্য সঠিকভাবে আদান প্রদান হচ্ছে কিনা তা নিশ্চিত করে। তবে ইসিসি র্যামে এই কাজ আরো দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন হয়।
ব্যাক্তিগতভাবে ইসিইস র্যামের ব্যবহার না থাকলেও সার্ভার ও ওয়ার্কস্টেশানগুলোতে "ক্র্যাশ' এড়াতে ইসিসি র্যাম ব্যবহার করা হয়।