online

We have 4 guests and no members online

About us

Hardware Terms - Technology Basic

Ethernet

ইথারনেট হল ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এর একটি সাধারণ ও জনপ্রিয় ইন্টারফেস যা দেখতে টেলিফোন জ্যাকের মত। এই পোর্টে অন্য কম্পিউটার এর সাথে যুক্ত ল্যান কেবল অথবা ডিএসএল মডেম বা কেবল মডেম লাগিয়ে নেটওয়ার্ক বা ইন্টারনেট এ প্রবেশ করা যায়।

বিভিন্ন গতির ইথারনেট রয়েছে। 10BaseT এর গতি ১০ মেগাবিট/সেকেন্ড, 100BaseT এর গতি ১০০ মেগাবিট/সেকেন্ড আর Gigabit ইথারনেটের গতি ১০০০ মেগাবিট/সেকেন্ড।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To