Basic Terms
online
We have 4 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Fiber-Optic Cable
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 740
ফাইবার অপটিক কেবল হল কাঁচ বা সিলিকার তৈরী বিশেষ কেবল যা আলো পরিবহনে সক্ষম। এই কেবলের মধ্য দিয়ে লেজারের মাধ্যমে আলোকে ছন্দিত আকারে পাঠানো সম্ভব। অর্থাৎ অপটিকাল ফাইবার কেবলের মধ্য দিয়ে পাঠানো আলোর ছন্দিত প্রবাহকে ১ আর ০ হিসেবে ধরে সিগনাল প্রেরণ করা সম্ভব।
অপটিকাল ফাইবার কেবল নিঁখুত ভাবে আলো পরিবহণ করে বলে ডিজিটাল সিগনাল প্রেরণে তা সাধারণ তামা বা অ্যালুমিনিয়ামের তারের চেয়ে বেশি কার্যকরী। তবে খুব সুক্ষ্ম আর দামী হওয়ার কারণে অপটিকাল ফাইবার কেবল মাটির নিচে রাখা হয়। এই কেবলের রক্ষণাবেক্ষণ খুবই ব্যয়বহুল।