Basic Terms
online
We have 4 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Firewire
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 677
"ফায়ারওয়্যার" হল অ্যাপেল কম্পিউটারের তৈরী একটি ইন্টারফেস যা অত্যন্ত দ্রুতগতিতে তথ্য পরিবহন করতে পারে। এটা ১৯৯০ সালের দিকে প্রচলিত হয়। ফায়ারওয়্যারের সাহায্যে হার্ডড্রাইভ, ভিডিও ক্যামেরা, আইপড ইত্যাদি ডিভাইস কম্পিউটারে লাগানো যায়। প্রথমদিকে ফায়ারওয়্যার ইন্টারফেসের গতি ছিল ৪০০ মেগাবিট/সেকেন্ড। পরে ২০০৩ সালের দিকে অ্যাপেল "ফায়ারওয়্যার ৮০০" নামে নতুন ইন্টারফেস আনে যা আগের ফায়ারওয়্যারের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন।
ফায়ারওয়্যার এর সুবিধা পেতে হলে পিসিআই বাসে "ফায়ারওয়্যার কার্ড" লাগাতে হয়। এছাড়া অ্যাপেল কম্পিউটারে ফায়ারওয়্যার পোর্ট থাকে।