Basic Terms
online
We have 3 guests and no members online
About us
Hardware Terms - Technology Basic
Flatbed
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 623
"ফ্ল্যাটবেড" হল ফটোকপি মেশিন বা প্রিন্টারে বা স্ক্যানারে কাগজ প্রবেশ করানোর জন্য একধরণের সমতল প্লেট। এটা সাধারণত কাঁচের তৈরী। এতে বই, ম্যাগাজিন ইত্যাদি রাখার পাশাপাশি লিড-এর মাধ্যমে সেগুলোকে সুষ্ঠুভাবে মেশিনে প্রবেশ করানোর ব্যবস্থা থাকে। ফ্ল্যাটবেড শিটবেড (অটোমেটিক ডকুমেন্ট ফিডার নামেও পরিচিত) পদ্ধতির চেয়ে কিছুটা সুবিধাজনক, কারণ এতে পুরু কাগজ মেশিনে ঢোকানো যায়। কিন্তু শিটবেড পদ্ধতিতে পাতলা কাগজ ছাড়া কাজ করতে সমস্যা হয়। তবে সময় বাঁচাতে শিটবেড পদ্ধতি অধিক উপযোগী।