Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
HDMI
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 860
এইচডিএমআই শব্দটি "হাই-ডেফিনিশান মাল্টিমিডিয়া ইন্টারফেস" (High-Definition Multimedia Interface) এর সংক্ষিপ্তরূপ। এটা একটি অনন্য ইন্টারফেস যার মাধ্যমে একই কেবলের মধ্য দিয়ে দ্রুতগতিতে উচ্চমানের ভিডিও ও অডিও সিগনাল প্রেরণ করা যায়।
খুব ভালো মানের ভিডিও ও অডিও ডিভাইস যেমন ব্লু-রে ড্রাইভ, হোম থিয়েটার ইত্যাদির ক্ষেত্রে এইচডিএমআই ব্যবহার করা হয়। একই কেবলের মাঝে অনেকগুলো সিগনাল পাঠানো যায় বলে কয়েক ধরণের ও রঙের তার ব্যবহার করার ঝামেলা থাকা বাঁচা যায়। এইচডিএমআই সুবিধা পেতে হলে মাদারবোর্ডের সাথে একটি এইচডিএমআই পোর্ট যুক্ত থাকতে হয়। কোন ডিভাইসে এইচডিএমআই পোর্ট থাকলে খুব সহজেই এইচডিএমআই কেবল দিয়ে সেটায় অডিও বা ভিডিও পাঠানো যায়।