Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Input Device
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 558
যেসব যন্ত্র কম্পিউটারে ইনপুট সিগনাল বা অন্তর্গামী সংকেত বহন করে তাদের বলা হয় ইনপুট ডিভাইস। বিভিন্ন ধরণের ইনপুট ডিভাইস রয়েছে। তবে কীবোর্ড, মাউস, টাচপ্যাড ইত্যাদি সবচেয়ে প্রচলিত। এই ডিভাইসগুলোতে কম্পিউটারে নির্দেশ পাঠানোর জন্য অনেকগুলো কী বা বাটন থাকে। আবার নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা বাটনও থাকতে পারে। যেমন কম্পিউটার বন্ধ করার জন্য কিবোর্ডে পাওয়ার বাটন থাকে, এক্সপ্লোরার মেনুতে নেভিগেটের জন্য মাউসে ফরওয়ার্ড-ব্যাকওয়ার্ড বাটন থাকে।
শুধু মাউস আর কীবোর্ডই নয়; জয়প্যাড, ওয়েবক্যাম, কার্ড রিডার, স্ক্যানার ইত্যাদিও কিন্তু ইনপুট ডিভাইস এর মাঝে পড়ে। তবে এরা কম্পিউটারে আলাদা ধরণের তথ্য পাঠায়।