online

We have one guest and no members online

About us

Hardware Terms - Technology Basic

Laptop

ল্যাপটপ হল একধরণের পোর্টেবল কম্পিউটার যা কোন জায়গায় স্থায়ীভাবে না রেখে সাথে বহন করা যায় এবং কোন বিদ্যুৎ উৎসে যুক্ত করে ব্যটারী চার্জ করে নেওয়া যায়। ল্যাপটপে সাধারণ কম্পিউটারের মতই কীবোর্ড, টাচপ্যাড, স্ক্রীন ইত্যাদি থাকে। এছাড়া কাজের জন্য দরকারী ইউএসবি পোর্ট, ওয়েবক্যাম, কার্ড রিডার, অডিও পোর্ট সবই থাকে এতে।

ল্যাপটপ সাধারণত ডেক্সটপ কম্পিউটারেএ চেয়ে ধীরগতির হয়। তবে নতুন ও দামী ল্যাপটপগুলো সনাতন ডেক্সটপ কম্পিউটারের চেয়েও শক্তীশালী। এখন ল্যাপটপে ইউএসবি পোর্ট, কার্ড রিডার ইত্যাদি এর পাশাপাশি এইচডিএমআই পোর্ট, ভিজিএ আউটপুট ইত্যাদি থাকে। ভালো ভিডিও দেখানোর জন্য অনেক ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে, দ্রুত কাজ করা ও শক্তি বাচানোর জন্য কিছু ল্যাপটপে হার্ডডিস্কের বদলে এসএসডি ব্যবহার করা হচ্ছে। অ্যাপেল এর তৈরী ল্যাপটপ বা ম্যাকবুকে আছে ফায়ারওয়্যার পোর্ট।

বহনযোগ্যতার কারণে ল্যাপটপের দাম তুলনামূলকভাবে বেশী হয়। তাই সাধারণ ব্যবহারকারোর জন্য ডেক্সটপ কম্পিউটারই আদর্শ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To