Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
MAC Address
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 604
ম্যাক শব্দটি "মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল" এই তিনটির আদ্যাক্ষর নিয়ে গঠিত। এটা অ্যাপেল এর ম্যাকিনটোশ কম্পিউটার নয়। ম্যাক অ্যাড্রেস মানে কম্পিউটার হার্ডওয়্যারের বিশেষকরে নেটওয়ার্ক সম্পর্কিত ডিভাইসগুলোর একটি করে যে অনন্য অ্যাড্রেস বা নম্বর থাকে সেটা। ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি ডিভাইস এর জন্য ম্যাক অ্যাড্রেস নির্ধারিত করে দেয় এবং সাধারণত আর বদলানো যায়না।
ইথারনেট কার্ড, ওয়াইফাই কার্ড, ব্লুটুথ ডঙ্গেল, ওয়াইম্যাক্স কার্ড ইত্যাদি ডিভাইসের অবশ্যই একটি করে ম্যাক অ্যাড্রেস থাকে। যেহেতু দুনিয়ায় নেটওয়ার্ক ডিভাইসের সংখ্যা অনেক তাই ম্যাক অ্যাড্রেস ১২ ডিজিটের হেক্সাডেসিমাল নাম্বার হয় এবং তা জোড়ায় জোড়ায় কোলন দিয়ে আলাদা করে লেখা হয়। যেমন 00:5d:4c:98:dc:8e একটি ম্যাক অ্যাড্রেস। প্রতিটা ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি তাদের কোম্পানির আইডি, ডিভাইস এর কোডনেম ইত্যাদি অনুসারে ম্যাক তৈরী করে। তবে কিছু ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করে সাময়িকভাবে ম্যাক বদলানো সম্ভব।