Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Media
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 512
মিডিয়া মানে মাধ্যম। সাধরণভাবে মিডিয়া মানে আমরা বুঝি খবরের কাগজ, টিভি, রেডিও ইত্যাদি যার মাধ্যমে যোগাযোগ করা সম্ভব। আবার সংবাদ প্রচার ও সংগ্রহের কাজ জড়িত ব্যক্তিদেরও মিডিয়া বলা হয়।
কম্পিউটারের ক্ষেত্রে মিডিয়া বলতে বোঝানো হয় তথ্য আনা নেওয়ার মাধ্যম যেমন হার্ডডিস্ক, সিডি/ডিভিডি ডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি। এগুলোতে করে যেকোন বিভিন্ন ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নেওয়া যায়। আবার ক্যামেরা, অডিও প্লেয়ার এগুলোও মিডিয়া হিসেবে পরিচিত কারণ এগুলোতে করে অডিও ও ভিডিও ফাইল, ছবি ইত্যাদি বহন করা যায়। এই মিডিয়া কম্পিউটারের সাথে বিভিন্ন ইন্টারফেসে লাগানো যেতে পারে। ফলে তাদের কাজের ধরণ ও গতি আলাদা আলাদা হয়। যেমন একটা ডিজিটাল ক্যামেরা থেকে ছবি কম্পিউটারে নিতে সেটার মেমরি কার্ড ইউএসবি'র মাধ্যমে যুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে মেমরি কার্ড হল একটি মিডিয়া।