online

We have one guest and no members online

About us

Hardware Terms - Technology Basic

Modifier Key

মডিফায়ার কী হল কীবোর্ডের কিছু বাটন বা সুইচ যারা অন্য বাটনের কাজ বদলে দিতে পারে। যেমন QWERTY কীবোর্ডে শিফট কী-র সাথে ১ চাপলে সেটা ! বা এক্সক্লেমেশান মার্কে পরিণত হয়। কীবোর্ডে এরকম বেশ কয়েকটা কী থাকে। সবচেয়ে প্রচলিত হল কন্ট্রোল কী, শিফট কী, ফাংশন কী, অল্টার কী, সুপার কী ইত্যাদি।

কন্ট্রোল কীর মাধ্যমে যেকোন অক্ষরের সাথে কিছু কমান্ড যুক্ত করা যায়। যেমন কন্ট্রোল কীর সাথে C চাপলে সেটা ডাটা ক্লিপবোর্ডে কপি করে।

শিফট কী সাধারণত বড় হাতের অক্ষর লেখার পাশাপাশি অতিরিক্ত মেনু দেখাতে ব্যবহার করা হয়। যেমন শিফট চেপে কনটেক্সট মেনু খুললে অতিরিক্ত কিছু অপশন দেখা যায়।

অল্টার কী ব্যবহার করা হয় মুলত নাম্বার প্যাডের সাহায্যে লেখা বসাতে। যেমন অল্টার চেপে ধরে ৯৭ চাপলে ইংরেজী a আসবে। তবে এক্ষেত্রে নাম্বার প্যাড লক অফ রাখতে হবে।

ফাংশন কী এখন ল্যাপটপে ব্যবহার করা হয়। স্থানের অভাব ও আকারে ছোট হওয়ায় ল্যাপটপের কীবোর্ডে অনেক বাটনের সাথে কিছু ফিচার যুক্ত থাকে যা ফাংশন কী চেপে ওই বাটন চেপে কাজ করা যায়। যেমন F2 এর সাথে ওয়াইফাই আইকন দেখে বুঝতে হবে যে ফাংশন কী Fn চেপে F2 চাপলে ওয়াইফাই চালু বা বন্ধ হবে। এভাবে প্রোজেক্টর কানেক্ট, ব্যটারীর অবস্থা, ডিসপ্লের উজ্জলতা কম বেশী করা, মাল্টিমিডিয়া নেভিগেশন ইত্যাদি বিভিন্ন কাজের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়। জেনে রাখা ভালো যে ফাংশন কী Fn আর ফাংশনাল কী F1-F12 এক নয়। দ্বিতীয়টি সুনির্দিষ্ট কাজ যেমন কিছু খোঁজা, সাহায্যকারী মাধ্যম চালু করা, অ্যাপ ফুলস্ক্রীন করতে ব্যবহার করা হয়।

সুপার কী আর কমান্ড কী যথাক্রমে লিনাক্স আর ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য। এরা অনেকটা উইন্ডোজ এর উইন কী, কমান্ড কী-র মত কাজ করে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To