Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Nvram
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 403
এনভিরম মানে "নন ভোলাটাইল র্যান্ডম অ্যাকসেস মেমরি"। এটা একধরণের মেমরি ডিভাইস যেটা চলমান বিদ্যুৎ উৎস ছাড়াও তথ্য সংরক্ষণ করতে পারে।
তাহলে এস র্যাম (S-RAM) বর ইইপিরম (EEP-ROM) কি? এরা আসলে এনভিরমের দুটি ভাগ। এস র্যাম বিদ্যুৎ উৎস বন্ধ হবার পরেও কোন ছোট ব্যটারীর সাহায্যে তার তথ্য জমা রাখতে পারে। যেমন কম্পিউটারের বায়োস সেটিংস (বায়োস নয়) রম মাদারবোর্ডের সিমোস ব্যটারীর সাহায্যে তার সবকিছু রক্ষা করতে পারে।
আবার ইইপিরমের জন্য কোন বিদ্যুৎ উৎস কিংবা ব্যটারীর দরকার হয়না। সে এসব ছাড়াই তার ডাটা রেখে দিতে পারে বছরের পর বছর ধরে। কম্পিউটারের বায়োস, ইউএসবি ফ্লাশ ড্রাইভ এসব ইইপিরমের উদাহরণ।