online

We have one guest and no members online

About us

Hardware Terms - Technology Basic

PCI Express

পিসিআই এক্সপ্রেস হল পিসিআই ও পিসিআই-এক্স-এর চেয়ে দ্রুততর ও উন্নত বাস যেটা স্বাভাবিকভাবেই পুরনো বাসগুলোর চেয়ে বহুগুণ দ্রুত কাজ করে। এটাকে প্রকাশ করা হয় PCIe দিয়ে যেখানে e দ্বারা এক্সপ্রেস বোঝানো হয়।   পিসিআই-ই কাজ করে সিরিয়াল কানেকশনের মাধ্যমে, ফলে তথ্য প্রবাহের হার বা ব্যান্ডউইথ বহুগুণ বেশী পাওয়া যায়। পিসিআই-ই পোর্ট তাই x1, x4, x8, x16 এরকম কয়েক ধরণের হয়। প্রতিটা ক্ষেত্রে একস্ এর পরের সংখ্যা দ্বারা স্লটের ডিজাইন ও ব্যান্ডউইথ নির্দেশ করা হয়। x1 হল ছোটখাট নেটওয়ার্ক কার্ড বা ইউএসবি কনট্রোলারের জন্য। x16 তেমনি উচ্চগতির গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহার করা হয়।   সব মেইনবোর্ডেই অন্তত একটি পিসিআই-ই স্লট থাকে। আর পুরনো হার্ডওয়্যার ও সফটওয়্যার সাপোর্ট করতে সাথে কয়েকটি পিসিআই স্লটও রাখা হয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To