Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Broadband
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 1153
ব্রডব্যান্ড হল উচ্চগতি ডাটা প্রেরণ যেখানে একটি কেবল একইসাথে প্রচুর পরিমানে ডাটা বহন করতে পারে। অধিকাংশ ইন্টারনেট ব্রডব্য্যান্ড কেবল মডেম (যেটা কেবল টিভির মত একই সংযোগ ব্যবহার করে) এবং DSL মডেম হয়ে থাকে। বহু চ্যানেলের সক্ষমতার কারনে আজ বেসবেন্ডর বদলে ব্রডব্যান্ড বেশি ব্যবহৃত হচ্ছে।