online

We have 16 guests and no members online

About us

Articles

gopher

গফার (gopher) প্রযুক্তিটি মিন্নেসেটা বিশ্ববিদ্যালয়ে আবিস্কৃত হয়েছিল । এই গফার প্রক্রিয়াটি জনগনকে কোনো তথ্য খোঁজা ও ফিরিয়ে আনার অনুমতি দেয় টেক্সট ইন্টারফেস ব্যবহার করে। এই প্রযুক্তিটি ক্লায়েন্ট-সার্ভার কাঠামোর উপর প্রতিষ্ঠিত যেখানে যেখানে একজন গফার ক্লায়েন্ট প্রোগ্রাম গফার সার্ভারকে খোঁজার জন্য ব্যবহ্নত হয়। সার্ভার বিভিন্ন তথ্য , প্রোগ্রাম , ডকুমেন্ট, আর্টিকল ইত্যাদি জমা করে রাখে। হাইপারলিঙ্ক এর পরিবর্তে , গফার ইন্টারফেস বিভিন্ন ডকুমেন্ট এবং প্রোগ্রাম দেখানোর জন্য লিঙ্কের মেনু ব্যবহার করে। মিন্নেসেটা বিশ্ববিদ্যালয় , ১৯৯৩ সালে গফার প্রযুক্তির জন্য একটি লাইসেন্সিং প্রোগ্রাম আরম্ভ করেছিলো , যেহেতু গফার প্রযুক্তির ব্যবহার ইন্টারনেট এর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছিলো । যাই হোক, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর কাছাকাছি সময়ে সূচিত হয়েছিলো । কারন এতে ব্যবহার হত হাইপারটেক্সট এবং ইমেজ এবং এটা খুব শীঘ্রই একটা পছন্দনীয় মাধ্যম হয়ে উঠেছিলো বিভিন্ন তথ্য খোঁজা এবং ব্রাউজ করার জন্য ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To