Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
HTTP
- Details
- Written by তুসিন আহমেদ
- Hits: 956
কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ব্রাউজারের এর ঠিকানা নিদিষ্ট দিতে হয়। এই ঠিকান শুরু করতে হয় http দিয়ে। যেমন : কোন অচেনা বাড়িতে যেতে হলে আগে জানতে হবে রোড নাম্বার তারপর বাড়ির নম্বার। সেই রকম http হল ওয়েব পেইজের রোড নম্বরের মত। এর পূর্ণ নাম হল- হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল(http)
হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল বা এইচ টি টি পি হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি। পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্সলী এই পদ্ধতিটি তৈরি করেন। বর্তমানে বিশ্বব্যাপী সবাই এর ১.১ সংস্করন ব্যবহার করছে।