Basic Terms
online
We have 14 guests and no members online
About us
Articles
iSCSI
- Details
- Written by মাসপি
- Hits: 795
এর পূর্ণ নাম হল Internet Small Computer Systems Interface। এটি স্ট্যান্ডার্ড SCSI স্টোরেজ ইন্টারফেসের একটি এক্সটেনশন যা আইপি বেসড নেটওয়ার্কের মধ্য দিয়ে SCSI কমান্ড প্রেরণ করতে পারে। এটা কম্পিউটারকে নেটওয়ার্কের মধ্যে হার্ডড্রাইভে প্রবেশ করতে কার্যকর ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপঃ ডাটা সেন্টারগুলো বিভিন্ন অবস্থান থেকে iSCSI এবং স্ট্যান্ডার্ড ইন্টারনেট কানেকশনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়তে পারে। এর সাহায্যে বিভিন্ন অবস্থানে থেকে বেশি পরিমান ডাটা আদান প্রদান করা যায়।