Basic Terms
online
We have 13 guests and no members online
About us
Articles
Meta Tag
- Details
- Written by মাসপি
- Hits: 706
এটা একটি বিশেষ ধরনের html ট্যাগ যেটা ওয়েবপেজের কিছু তথ্য রাখার জন্য ব্যবহার করা হয়। এই তথ্য ওয়েব ব্রাউজারে দেখানো হয় না। উদারহণসরূপঃ মেটা ট্যাগগুলো একটি ওয়েব পেজের বর্ণনা, কী-ওয়ার্ড , আরো অনেক ধরনের তথ্য রাখে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে মেটা ট্যাগ একটি গুরুত্মপূর্ণ নাম। কারণ আপনি সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেয়া হয় এবং প্রতিটি সাইটের ২-৩ লাইনের কিছু বর্ণনা থাকে যা ঐ সাইটের পরিচিতি তুলে ধরে। ওয়েব ডিজাইনরা তাদের সাইটের সার্চ ইঞ্জিনে পরিচিতির জন্য meta description এ যা লিখে রাখে সার্চ ইঞ্জিন তাই প্রদর্শন করে। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মেটাট্যাগের অনেক কাজ আছে।