Basic Terms
online
We have 13 guests and no members online
About us
Articles
Moodle
- Details
- Written by মাসপি
- Hits: 831
এর পূর্ণনাম Modular Object-Oriented Dynamic Learning Environment. এটা Martin Dougiamas এর উদ্ভাবন করা একটি ওপেনসোর্স কোর্স, যেখানে সারা পৃথিবীর হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ইন্টারনেটের মাধ্যমে শেখানো হয়।
Moodle অনলাইন কোর্সে ছাত্রছাত্রীরা ভার্চুয়াল ক্লাসরুমে প্রবেশ করে অনেক কিছু শিখতে পারবে। এছাড়া এ প্রক্রিয়ায় আছে অনলাইন কুইজ, আলোচনা করার জন্য ফোরাম যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রশ্ন করতে পারে, উত্তর পেতে পারে এবং মন্তব্য করতে পারে।
Moodle ওপেনসোর্স হওয়ার কারনে এটা বিনামূল্যেই শিখানো হয়। আপনি http://moodle.org/ থেকে moodle এর সম্পর্কে আরো জানতে পারবেন।