Basic Terms
online
We have 12 guests and no members online
About us
Articles
Newsgroup
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 807
নিউজ গ্রুপ হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক আলোচনা গ্রুপ বা দল। আলোচনার বিষয় অনেক কিছুই হতে পারে। যেমনঃ খেলাধুলা, বিনিয়োগ, টিনেজ সমস্যা ইত্যাদি। আবার অনেকগুলো আলোচনার বিষয় হয়তো এমন ও হতে পারে যা আপনি জানেন না বা জানতে চান না। ব্যবহারকারীরা একটি নিউজ সার্ভারে বার্তা পাঠায়, এবং সেই নিউজ সার্ভার সাথে সাথে অনেকগুলো নিউজ সার্ভারের সংযোগ দেয়। গ্রপে যারা থাকেন তারা সবাই অথবা যেকোন একজন ঠিক করবেন যে তারা মেসেজে আসা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন না যে কোন একটি বিষয় নিয়ে আলোচনা করবেন।
গ্রুপে অংশগ্রহন করতে হলে শুধু গ্রুপে লগিন করলেই চলবে। সকল নিউজ গ্রুপ গুলো ইউজনেট(Usenet) এ পাওয়া যাবে। অর্থাৎ” নিউজগ্রুপের সার্ভার হল ইউজনেট। নিউজগ্রুপের এতো দ্রুত প্রসারের কারণে ইউজনেট সবচেয়ে বড় “বুলেটিন ব্রড সিস্টেম” বা BBS(Bulletin Broad System) তৈরি করেছে।