online

We have 11 guests and no members online

About us

Articles

P2P

P2P এর পূর্ণরূপ হচ্ছে “পিয়ার টু পিয়ার”("Peer to Peer")। P2P হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যেখানে কম্পিউটার বা ডিজিটাল মেশিন কোন প্রকার সার্ভার ছাড়াই পরস্পরের সাথে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে।  P2P এর অন্তর্ভুক্ত প্রত্যেক কম্পিউটারকে বলা হয় “পিয়ার”। তাই এ নেটওয়ার্ককে বলা হয় “পিয়ার টু পিয়ার”("Peer to Peer") নেটওয়ার্ক । P2P নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার একইসাথে ফাইল সার্ভার এবং ক্লায়েন্টের(গ্রাহক)কাজ করে। P2P নেটওয়ার্কে আপনি যেমন অন্য ইউজারের কম্পিউটারে ফাইল দেখতে পারেন তেমনি অন্য ইউজারও আপনার কম্পিউটারের ফাইল দেখতে পারবে। P2P নেটওয়ার্কে যুক্ত হতে আপনার ইন্টারনেট সংযোগ এবং P2P সফটওয়্যার এর প্রয়োজন হবে। উল্লেখযোগ্য P2P সফটওয়্যার হচ্ছে কাযা( Kazaa), লিমওয়্যার( Limewire), বেয়ারশেয়ার( BearShare), মরফিয়াস( Morpheus),অ্যাকুইজিশন( Acquisition) ইত্যাদি। এ প্রোগ্রামগুলো আপনাকে P2P নেটওয়ার্ক যেমন নুটেলা( Gnutella) এর সাথে যুক্ত করবে। এর ফলে আপনি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হাজার হাজার সিস্টেমের সাথে যুক্ত হয়ে যাবেন। P2P নেটওয়ার্কের খারাপ দিক হচ্ছে এটি সফটওয়্যার পাইরেসি এবং বেআইনি ভাবে গান ডাউনলোড করার অবাধ সুযোগ সৃষ্টি করে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To