Basic Terms
online
We have 11 guests and no members online
About us
Articles
Page View
- Details
- Written by মাসপি
- Hits: 722
ভিজিটরের প্রতিবার ওয়েবপেজ দেখাকে পেজ ভিউ(Page View) বলা হয়। এ কথাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন একটি ওয়েবসাইটের ট্র্যাফিক ট্র্যাক করা ক্ষেত্রে। যতবার ওয়েবসাইটটি দেখা হয় তত ট্র্যাফিক বাড়তে থাকে। প্রতিবার ওয়েবপেজটি লোড হলে একটি পেজভিউ রেকর্ড করা হয়। আমরা কোন একটি ওয়েবসাইটের জনপ্রিয়তা এর মাধ্যমে নির্ধারন করতে পারি।
অনেকে পেজ ভিউকে ওয়েবসাইট হিট সংখ্যার সাথে মিলিয়ে ফেলে। যা একেবারেই ভুল। একটি পেজে যদি ৫ টা ছবি থাকে, ঐ ওয়েবপেজ যদি কেও ভিজিট করে তাহলে ৬ টি হিট সংখ্যা হিসেবে ধরা হবে। ৫ টি হল ছবির আর একটি ওয়েবপেজের।