Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
Session
- Details
- Written by মাহমুদ রহমান
- Hits: 620
কম্পিউটার বিশ্বে সেশন হল দুইটি কম্পিউটারের মধ্যে যোগাযোগের সীমিতসময়টুকু। তবে এটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। একটি অর্থ ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে অন্যটি দুটি ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে যোগাযোগের সময়। সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সেশন হল ওয়েব বা HTTP সেশন যেটা হল ওয়েবব্রাউজারের সাহায্যে আপনি একটি ওয়েবসাইটে ভিজিটের ক্ষেত্রে যত সময় লেগেছে। আবার অন্যক্ষেত্রে বলা যায়, আপনি একটি ওয়েবসাইটে দেখার ক্ষেত্রে যতসময় ব্যয় করেছেন। আবার আরেকভাবে, আপনি কোন একটি সাইট থেকে পন্য ক্রয় করেছেন, তার সময়কেও সেশন বলা হয়।
আবার ইমেইলের ক্ষেত্রে ক্লায়েন্ট এবং সার্ভারের সেশনকে SMTP সেশন বলা হয়। আপনি যখন ইমেইল ক্লায়েন্ট যেমন-মাইক্রোসফট আউটলুক দিয়ে আপনার একাউন্টের সকল ইমেইল, মেসেজ এবং বিভিন্ন কিছু ডাউনলোড করেন। যখন ডাউনলোড শেষ হয়ে যায় তখন একে বলা হয় সেশন শেষ হয়েছে। আবার অনলাইন চ্যাটে দুটি কম্পিউটারের মধ্যে যোগাযোগের মধ্যবর্তী সময়কে সেশন বলে।