Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
Skyscraper
- Details
- Written by মাসপি
- Hits: 841
স্কাইস্ক্যাপার ব্যানার এডের মত না হলেও, ওয়েবে বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা অন্যরকম সুবিধা দেয়। এগুলো সাধারনত বিল্ডিং এর মত অনেক লম্বা আকারের কিন্তু সরু হয়ে থাকে। এগুলো সাধারনত ওয়েবপেজের বাম বা ডানপাশে এমনভাবে বসানো হয় যাতে ভিজিটর স্ক্রলিং করলেও বিজ্ঞাপন ভালভাবে দেখতে পারে। এর দুটি সঠিক সাইজ আছে। ১২০ পিক্সেল প্রশস্থ এবং ৬০০ পিক্সেল উচ্চতা বিশিষ্ট। অন্যটি ১৬০ পিক্সেল প্রশস্থ এবং ৬০০ পিক্সেল উচ্চতা বিশিষ্ট। এগুলোতে টেক্সট, ছবি ,এনিমেশন রাখা যায়। যখন ভিজিটর স্কাইস্ক্যাপার এডগুলোতে ক্লিক দেয় তখন বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়।