Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Spider
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 724
স্পাইডার(Spider) একটি সফটওয়্যার প্রোগ্রাম, যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো তাদের ইনডেক্স হালনাগাদ(আপডেট)করে থাকে। স্পাইডার সবসময় ওয়েব(web)এর মধ্যে ঘুরতে থাকে এবং বিভিন্ন ওয়েবসাইট চিহ্নিত করে তা সার্চ ইঞ্জিনের ইনডেক্সের মধ্যে অন্তর্ভুক্ত করে। একটি ওয়েবসাইটের হোমপেজে সাধারনত অনেকগুলো পেজের লিঙ্ক দেয়া থাকে। স্পাইডার যখন কোন ওয়েবসাইটের হোমপেজ ভিজিট করে, তখন সে ঐ লিঙ্কগুলো অনুসরণ করে পেজগুলোকে সার্চ ইঞ্জিনের ইনডেক্সের মধ্যে অন্তর্ভুক্ত করে। এখন যদি ঐ লিঙ্কের মধ্যে অন্য আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক থাকে তখন স্পাইডার ঐ সাইটে গিয়ে আরও পেজ ইনডেক্সের মধ্যে অন্তর্ভুক্ত করে। স্পাইডারের আরেকটি গুণ হচ্ছে, যদি কোন ওয়েবপেজ এডিট করা হয় তবে স্পাইডার তাও সনাক্ত করতে পারে।