Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Unfriend
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 826
কোন সোস্যাল নেটওয়ার্কে যখন কাউকে ফ্রেন্ড লিস্টে যোগ করেন তখন টার্মটিকে বলা হয় “Friend(ফ্রেন্ড)”। একই ভাবে যখন কাউকে ফ্রেন্ড থেকে মুছে ফেলা হয় তখন টার্মটিকে বলা হয় “Unfriend(আনফ্রেন্ড)”।
বিভিন্ন কারনে একজন ইউজার “Unfriend(আনফ্রেন্ড)” অপশনটি ব্যবহার করতে পারেন। যেমনঃ কোন ফ্রেন্ড তাকে ফেসবুকে খুব বিরক্ত করলে, খুব বেশি ওয়াল পোস্ট করলে বা তার সম্পর্কে আজেবাজে মন্তব্য করলে তিনি ঐ ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারেন। কোন ব্যক্তিকে আনফ্রেন্ড করার পর ঐ ব্যক্তি ঐ ইউজারের প্রোফাইল দেখতে পারবেনা কিংবা প্রোফাইল দেখতে পারলে ও ঐ প্রোফাইলের সকল তথ্য দেখতে পারবেনা। একজন ইউজার এই কাজটি নিজের অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিংস্ থেকে ঠিক করতে পারেন। এবং ঐ ব্যক্তি ঐ ইউজারের কোন পোস্ট বা ওয়াল বা স্ট্যাটাস ওয়াল দেখতে পারবেনা।
মাঝেমধ্যে “Mass Unfriending” অ প্রয়োজন হয়। কারণ ফেসবুক বা মাইস্পেস এ ধরণের সোস্যাল নেটওয়ার্কে আমরা অনেক ফ্রেন্ড যোগ করে থাকি যাদেরকে আমরা চিনি না। কিন্তু এদের সাথে তেমনটা যোগাযোগ রাখা ও সম্ভব হয়না। তাই একজন ইউজার চাইলে “Mass Unfriending” এর মাধ্যমে অনেক ফ্রেন্ডকে একসাথে আনফ্রেন্ড করতে পারেন।