Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Webmail
- Details
- Written by মাসপি
- Hits: 934
ইমেইল চেক করার জন্য ২ টা সাধারন উপায় হল ইমেইল সফটওয়্যার প্রোগ্রাম এর মাধ্যমে চেক করা অথবা ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। যখন আপনি ওয়েবের মাধ্যমে ইমেইল চেক করেন তখন একে ওয়েবমেইল বলে। অধিকাংশ ইমেইল সার্ভিস যেমন জিমেইল, ইয়াহু , হটমেইল। এর মাধ্যমে আপনি ইমেইল আদান প্রদান করতে পারেন। আপনার যদি নিজস্ব ডোমেইন নেম থাকে তাহলে আপনি ডোমেইন নেম দিয়ে ইমেইল ব্যবহার করতে পারেন। বেশির ভাগ হোস্টিং সার্ভিসগুলো এই সুবিধা দিয়ে থাকে। কারন ওয়েবমেইলগুলো সার্ভার থেকে রান হয়ে থাকে। মেসেজ মেইল সার্ভারের ইনবক্সে জমা হয়। ফলে আপনার ইন্টারনেট সংযোগ থাকলেই যে কোন ডিভাইস থেকে মেইল পড়তে পারেন।