Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Wiki
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 741
উইকি বলতে একধরণের ওয়েবসাইটকে বোঝায় যেটাতে ইউজাররা নিজস্ব ওয়েব ব্রাউজারের মাধ্যমে তথ্য সংযোগ কিংবা হালনাগাদ করতে পারে। এটি করা সম্ভব হচ্ছে ওয়েব সার্ভারে সর্বদা চলমান উইকি সফটওয়্যারের মাধ্যমে। আর এভাবেই সাইট ভিজিটরদের অক্লান্ত চেষ্টায় একটি উইকি গড়ে তোলা হয়। এক্ষেত্রে উদাহরণ দিতে গেলে স্বাভাবিকভাবেই প্রথমে নাম আসে “উইকিপিডিয়া”র। যা অসংখ্য ভাষার সমন্বয়ে গড়া একটি মুক্ত এন্সাইক্লোপিডিয়া যেটা যেকেউ সংশোধণ, পরিবর্ধন কিংবা পরিমার্জন করতে পারে। ‘উইকি’ শব্দটি এসেছে হাওয়াইয়ান বাগধারা “উইকি উইকি” থেকে যার অর্থ “অত্যন্ত গতিশীল”(super fast)। যেটা বলতে অনেকটা এরকম বোঝায় যে, একটি ওয়েবসাইটে যদি হাজারেরও বেশি ইউজার নিয়মিত তথ্য যুক্ত করতে থাকে তবে সেই সাইটটি অত্যন্ত দ্রুতগতিতে গড়ে উঠে।