Software Terms - Technology Basic
Alert Box
- Details
-
Written by পাভেল ফাহমি
-
Hits: 1011
আমরা যখন কম্পিউটারে আমাদের ক্ষতি হতে পারে এমন কোন কাজ করতে যায়,তখন কম্পিউটার স্ক্রীনে একটি ছোট উইন্ডো ভেসে উঠে এবং আমাদের ঐ কাজ় সম্পর্কে সর্তক করে দেয়।আর এই ছোট উইন্ডোটিকেই “এ্যালর্ট বক্স”( AlertBox) বলে।যেমন আমরা যখন রিসাইকেল বিন বা ট্রাশ খালি করতে চাই তখন একটি উইন্ডোতে এই লেখাটি ভেসে আসে "Are you sure you want to permanently remove these items?"এই লেখাটির নিচে "OK," এবং "Cancel," দুইটি অপশন থাকে।এখন আমরা যদি "OK," অপশনে ক্লিক করি তাহলে রিসাইকেল বিন বা ট্রাশে থাকা সকল ফাইল ডিলিট হয়ে যাবে।আর যদি "Cancel," অপশনে ক্লিক করি তাহলে কোন ফাইলই ডিলিট হবে না।
“এ্যালর্ট বক্স” অনেকটা সেফগার্ডের মতো কাজ করে।অনেক সময় আমরা যখন আমাদের অজান্তেই কোন ফাইল ডিলিট করে দিতে চাই তখন “এ্যালর্ট বক্স” আমাদেরকে সর্তক করে দেয়।“এ্যালর্ট বক্স” এর সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে আমরা যখন কোন ডকুমেন্ট সেভ করা ছাড়া বন্ধ করতে চাই তখন স্ক্রীনে এই লেখাটি ভেসে আসে "Save changes to this document before closing?" এর নিচে “YES”, “NO”, “CANCEL” এই তিনটি অপশন থাকে।এখন আপনি যদি “YES” ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টটি সেভ হয়ে যাওয়ার পর বন্ধ হবে ।আর যদি “NO” ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টটি সেভ করা ছাড়াই বন্ধ হয়ে যাবে আর।যদি “CANCEL” ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টটি বন্ধ হবেনা।এখন আপনি চাইলেই আপনার ডকুমেন্টে কাজ করতে পারেন।অনেক সময় “এ্যালর্ট বক্স” এ মেসেজের নিচে শুধুমাত্র "OK," ও থাকতে পারে। “এ্যালর্ট বক্স” এর স্ট্যান্ডার্ড আইকন হচ্ছে – একটি ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন(!)।