Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
API
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 1232
এপিআই এর পূর্নরূপ হচ্ছে “অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইন্টারফেস”(Application Program Interface)।যদিও একে “অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস”(Application Programming Interface) ও বলা হয়। এপিআই হচ্ছে একগুচ্ছ নির্দেশনা, ফাংশন, প্রটোকল যা কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার তৈরীতে ব্যবহৃত হয়।
এপিআই প্রোগ্রামারদের পুর্বে তৈরী করা ফাংশন ব্যবহার করা সুযোগ দেয়,এর ফলে প্রোগ্রামাররা খুব সহজেই কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার তৈরী করতে পারে ।
বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ,ইউনিক্স,ম্যাক প্রোগ্রামারদের জন্য তাদের নিজস্ব এপিআই সরবরাহ করে।এছড়া ভিডিও কনসোলস সহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসেও সফটওয়্যার চালনার জন্য এপিআই ব্যবহার করা হয়। এপিআই যেমন প্রোগ্রামারদের কাজকে সহজ করে দেয়, তেমনি ইউজারদেরকেও সুবিধা প্রদান করে।প্রশ্ন হতে পারে কিভাবে? একই এপিআই এর দ্বারা তৈরী বিভিন্ন প্রোগ্রামের ইউজার ইন্টারফেস একই।তাই ইউজাররা খুব সহজেই এসব প্রোগ্রাম ব্যবহার করতে পারে।