Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
CAD
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 1098
ক্যাড-র পূর্ণরূপ হল “Computer-Aided Design”, যেটা ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারাররা সর্বকালের অন্যতম সেরা আবিষ্কার হিসেবে গণ্য করেন। প্রায় সবধরণের ত্রিমাত্রিক (3D) ডিজাইনই ক্যাড সফটওয়্যারের মাধ্যমে করা যায়। ডিজাইনাররা এখন যেকোন বিষয়বস্তুকে সহজে ইলেক্ট্রনিকভাবে উপস্থাপনা করতে পারছেন, যেখানে পূর্বে এটি করতে হত পেন্সিল ও পেপারের সাহায্যে। ফলে বর্তমানে কাজ আরো দ্রুত ও নিঁখুত হচ্ছে। উপরন্তু, ক্যাড-র মাধ্যমে তৈরী বিষয়বস্তুকে প্রয়োজনমত পরিবর্তন করা যায়, যেটা সাধারণ পেপার ও পেন্সিল দিয়ে করাটা সময় ও পরিশ্রম সাপেক্ষ।