Software Terms - Technology Basic
Control Panel
- Details
-
Written by ফয়সাল হোসেন সোহাগ
-
Hits: 856
নাম শুনে সহজেই বুঝা যায় যে প্যানেল এর মাধ্যমে কোন কিছু কন্ট্রোল করা হয় তাই কন্ট্রোল প্যানেল। আসলেই তাই, কন্ট্রোল প্যানেল হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি বৈশিষ্ট্য বা অংশ যেটির মাধ্যমে সম্পুর্ণ সিস্টেম সেটিংস ও সিস্টেমের বিভিন্ন অংশ কন্ট্রোল করা হয়। কন্ট্রোল প্যানেলের অধীনে বিভিন্ন অংশ বা সাব প্যানেল বা সফটওয়্যার রয়েছে। হার্ডওয়্যার কন্ট্রোল করার জন্য আলাদা সাব প্যানেল বয়েছে আবার সফটওয়্যার কন্ট্রোল করার জন্য ও আলাদা সাব প্যানেল রয়েছে। হার্ডওয়্যার সাব প্যানেলের কাজ হল হার্ডওয়্যার সম্পর্কিত, যেমন- মাউস সেটিংস, কী বোর্ড সেটিংস ইত্যাদি কন্ট্রোল করা। তেমনি সফটওয়্যার সাব প্যানেল এর কাজ হচ্ছে নতুন সফটওয়্যার ইন্সটল করা, পুরাতন সফটওয়্যার আনইন্সটল করা, সফটওয়্যার নিয়ন্ত্রন করা ইত্যাদি। মূলত একটি সিস্টেম(উইন্ডোজ) সম্পুর্ণ রূপে কাজ করার জন্য, সকল প্রকার কাজ এই কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে নিয়ন্ত্রন করা যায়।
উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেল বিভিন্ন ভাবে আনা যায়। এটি উইন্ডোজ এর ভার্সনের উপর নির্ভর করে। যেমন উইন্ডোজ এক্সপি তে নিম্নোক্ত ভাবে কন্ট্রোল প্যানেল আনা যায়-
১. Start Button > Control Panel।
২. Windows Key + R > তারপর টাইপ করতে হবে Control Panel > Enter
তাছাড়া উইন্ডোজ এক্সপ্লোরার এর মাধ্যমেও এই কাজটা করা যায়।
শুরুর দিকে ম্যাক অপেরেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল ছিল, যা বর্তমানে Mac OS X ভার্সন হতে সিস্টেম প্রেফারেন্স হিসেবে পরিচিত।