Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Cron
- Details
- Written by ফয়সাল হোসেন সোহাগ
- Hits: 1038
ক্রন হচ্ছে একটি প্রসেস বা প্রক্রিয়া। এটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাজ করে। এটি ইউনিক্স সিস্টেমে কাজ করে। এটি বিভিন্ন কাজ, যেগুলো নিয়মিত সম্পাদন করতে হয়, তা নিজে থেকেই সম্পন্ন করে। এটি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট কাজ সম্পাদন করে বলে একে ক্রন জব ও বলা হয়। এটিকে আমরা উইন্ডোজ এর শিডিউলের সাথে কিছুটা তুলনা করতে পারি। ক্রন তৈরি করা হয় বা ক্রন কে কাজের জন্য নির্দেশ প্রদান করা হয় ইউনিক্সের ক্রন ট্যাব কমান্ডের মাধ্যমে। ক্রনের কিছু উদাহরণ: নির্দিষ্ট সময় পরপর ডাটা ব্যাকআপ রাখা, প্রতি মিনিট পরপর ইন্টারনেটের সময়ের সাথে সিস্টেমের সময় মিলানো ইত্যাদি।
Note: তবে ক্রন আমাদের সবচেয়ে কাজে লাগে ওয়েবসাইট ব্যাকআপ এর জন্য। ধরুন, আমরা আমাদের পুরো ওয়েবসাইট ব্যাকয়াপ নিতে চাই । বাংলাদেশের যেই নেট স্পীড তাতে ডাউনলোড করতে দিন পেরিয়ে যাবে। এজন্য জাস্ট একটা php script চালু করে অন্য কোন সার্ভারে ব্যাকয়াপ এর জন্য টাইম ফিক্স করে দেই । ফলে শিডিউল টাইমে সে নিজে নিজে সব ফাইল ডাউনলোড করে অন্য আরেকটা সার্ভারে রেখে দেয়। পুরো জিনিসকে ক্রনজব বলে।