Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Direct3D
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 810
ডিরেক্ট থ্রীডি হল মাইক্রোসফটের ডেভেলপ করাএকধরণের "অ্যাপ্লিকেশন প্রোগাম ইন্টারফেস" (API= Application programming interface ) যেটা থ্রীডি অবজেক্ট চালাতে বিভিন্ন কমান্ড ও ফাংশনের সুবিধা দিয়ে থাকে। ডীরেক্ট থ্রীডি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম (উইন্ডোজ৯৫ এবং এর উপরে ) এবং অপেনসোর্স সফটওয়্যার উভয়েরজন্যই সহজলভ্য। এটা গ্রাফিক্স API এর Xbox এবং Xbox360 এর ভিত্তি হিসেবে কাজ করে। থ্রী- ডাইম্যানশন্যাল গ্রাফিক্স সিস্টেমকে ফিরিয়ে আনার জন্য ডিরেক্ট থ্রী-ডি ব্যবহার করা হয় যেখানে পারফরমেন্সই প্রধান বিষয় যে মনঃগেমস।
ডিরেক্ট থ্রী-ডি এর কমান্ডকে কাজে লাগিয়ে, সফটওয়্যার ডেভেলপাররা বিভিন্ন পূর্বলিখিত ফাংশনের সুবিধা নিতে পারেন। এর ফলে প্রোগ্রামাররা কম কোড ব্যবহার করে অর্থপূর্নভাবে সব কিছু লিখতে পারে। ডিরেক্ট থ্রী-ডি আলো এবং ছায়ার সংমিশ্রনে থ্রী-ডাইম্যানশন্যাল পদ্ধতিকে তুলনামূলকভাবে সহজতর করে তুলেছে।
একটি সফটওয়্যার প্রোগ্রামে ডিরেক্ট থ্রীডি কমান্ড ব্যবহার করতে হলে কম্পিউটারের ভিডিও কার্ড এবং গ্রাফিক্স এক্সিলারেটর ডিভাইসকে অবশ্যই ডিরেক্ট থ্রীডি সমর্থন করতে হবে। অবশ্য, পিসির জন্য নির্মিত সব ভিডিও কার্ডই ডিরেক্ট থ্রীডি সমর্থন করে। তবে অনেক ভিডিও গেম এবং অন্যান্য প্রোগ্রাম ডিরেক্ট থ্রীডি ব্যবহার করে থাকে, যেখানে স্ট্যান্ডার্ড হিসেবে ওপেনজিএল(OpenGL) বেশী ব্যবহৃত হয়ে থাকে।
একটি সফটওয়্যার প্রোগ্রামে ডিরেক্ট থ্রীডি কমান্ড ব্যবহার করতে হলে কম্পিউটারের ভিডিও কার্ড এবং গ্রাফিক্স এক্সিলারেটর ডিভাইসকে অবশ্যই ডিরেক্ট থ্রীডি সমর্থন করতে হবে। অবশ্য, পিসির জন্য নির্মিত সব ভিডিও কার্ডই ডিরেক্ট থ্রীডি সমর্থন করে। তবে অনেক ভিডিও গেম এবং অন্যান্য প্রোগ্রাম ডিরেক্ট থ্রীডি ব্যবহার করে থাকে, যেখানে স্ট্যান্ডার্ড হিসেবে ওপেনজিএল(OpenGL) বেশী ব্যবহৃত হয়ে থাকে।
(Need To More Edit this term)