Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Excel
- Details
- Written by রত্নদীপ কুরি
- Hits: 843
এক্সেল এর সঠিক উচ্চারণ হল ik-sel।এক্সেল শব্দটি এসেছে প্রাচীন মধ্য যুগীয় ইংরেজি শব্দ excellen(যেটা লাতিন excellere থেকে উৎপন্ন) থেকে। যার আভিধানিক অর্থ হচ্ছে ‘উৎকর্ষ সাধন করা’। কম্পিউটারের ভাষায় এক্সেল হচ্ছে একটি জনপ্রিয় ডাটা বিন্যাস প্রোগ্রাম। যেখানে সারি গুলোকে নাম্বার(1,2,3 ইত্যাদি) এবং কলাম গুলোকে ইংরেজি বর্ণমালা(A,B,C ইত্যাদি) দিয়ে চিহ্নিত করা হয়। ফলে প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর বা সেলকে একটি নির্দিষ্ট নামে চিহ্নিত করা যায় (যেমন-C3,B5 ইত্যাদি)।
এক্সেল ব্যবহারের মূল উদ্দেশ্য তথ্য যাচাই করে কাজে লাগানো বা প্রসেসিং। যেমন এক্সেল ব্যবহার করে ১০০ জন ছাত্রের পরীক্ষার নম্বর থেকে সর্বোচ্চ নম্বর বের করা সম্ভব।
এক্সেল এর প্রথম সংস্করণটি বের হয় ১৯৮৫ সালে ম্যাকিন্টশ কম্পিউটারের জন্য। পরবর্তীতে মাইক্রোসফটও উইন্ডোজের জন্য এক্সেল ফিচারটি ডেভেলপ ও যুক্ত করে। বর্তমানে এটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি অংশ। এক্সেলের মত আরও কিছু জনপ্রিয় ডাটা বিন্যাস প্রোগ্রাম হচ্ছে IBM Lotus 1-2-3, AppleWorks spreadsheet ইত্যাদি।