Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Export
- Details
- Written by নিলয়
- Hits: 748
এক্সপোর্ট হচ্ছে এক ধরনের কমান্ড যেটিকে প্রোগ্রাম ফাইল মেনুতে পাওয়া যার। এটি ফাইলকে কোনো নির্দিষ্ট নামে সেভ করার মত কমান্ড, কিন্তু বিশেষ কাজে এটি ব্যবহার করা হয়। উদাহারণস্বরূপ, ফাইলকে ভিন্ন নামে অথবা ভিন্ন ফরমাটে সেভ না করে এক্সপোর্ট করা হলে ব্যাকআপ কপিসহ ফাইলটি সেভ করা হয় অথবা কাস্টোমাইজ সেটিংসহ ফাইলটি সেভ হয়।
যেহেতু এক্সপোর্ট কমান্ড বিশেষ কাজে ব্যবহার করা হয়, সেহেতু সব এটি অ্যাপ্লিকেশেনে পাওয়া যায় না। অধিকাংশ টেক্সট এডিটরে এক্সপোর্ট সাপোর্ট করে না । ফটো ও ভিডিও এডিটিং আপ্লিকেশেনের মত মাল্টিমিডিয়া প্রোগ্রামগুলোতে এক্সপোর্ট কমান্ড পাওয়া যার। এপেলের কুইক টাইম প্লেয়ার অডিও, ভিডিও কে বিভিন্ন ফরম্যাট এ এক্সপোর্ট করার সুবিধা দেয়। এতে কমপ্রেশন টাইপ, ভিডিও ডাইমেনশন , ফ্রেম রেট ইত্যাদি ও বাছাই করার সুবিধা থাকে ।
একটি ফাইলকে বিভিন্ন কাস্টোমাইজ সেটিংসহ সেভ করার ক্ষেত্রে এক্সপোর্ট কমান্ড হতে পারে একটি আদর্শ টুল । ফাইল এক্সপোর্ট কমান্ডে আপনি যতটা অপশন পাবেন ফাইল সেভ এজ কমান্ডে ততটা পাবেন না ।