Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
File
- Details
- Written by মাসপি
- Hits: 852
অনেক ডাটা একসাথে একীভূত হয়ে ফাইল তৈরি হয়। এটা হয়ে পারে ডকুমেন্ট, ছবি, অডিও বা ভিডিও , বিভিন্ন এপ্লিকেশনসহ অনেক কিছু।
যেমন- ডকুমেন্টের ক্ষেত্রে টেক্সট ফাইল , পিডিএফ, ওয়েবপেজ অন্তর্ভুক্ত হয় । ছবির ক্ষেত্রে JPEG, GIF ,BMP ফরমেটের ইমেজ ফাইল তৈরি হয়। অডিও এর ক্ষেত্রে mp3, AACs, AIF ফরমেটের হয়ে থাকে। আর ভিডিও ফাইল হতে পারে mpeg,mov,wmv অথবা dv ফরমেটে। ফাইলকে আমরা কপি, পেস্ট , ডিলিট করতে পারি। আর প্রতিটি ফাইলেরই এক্সটেনশন থাকে এবং এক্সটেনশন অনুযায়ী আইকন থাকে। বেশির ভাগ অপারেটিং সিস্টেমেই ডাবল ক্লিক করেই আমরা ফাইলে প্রবেশ করি।